ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি  আলমগীর, সম্পাদক কাইয়ুম

সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সভাপতি আলমগীর হোসেন
সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সভাপতি আলমগীর হোসেন  © টিডিসি ফটো

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) ঢাকা কলেজ আবৃত্তি সংসদের মডারেটর ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রহমাতুল্লাহ রাজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে সংগঠনটির দায়িত্ব পরিচালা করতে আগামী একবছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের আলমগীর হোসেন  ও সাধারণ সম্পাদক  হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের নাম ঘোষণা করা হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এম এ সাঈদ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফরহাদ বিন নুর, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ২০১৮-১৯ সেশনের সাদনান তাজ আপন, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের ২০১১৯-২০ সেশনের শিক্ষার্থী ইবনে নাঈম, প্রচার সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের ওবাইদুর সাঈদ, দপ্তর সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান হৃদয় ও কার্যকরী সদস্য হিসেবে আছেন মনোবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এলাহি মন্ডল, ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মোঃ শহীদুল্লাহ সিদ্দিকী ও ইংরেজি বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ তানভীর।

নতুন কমিটি ঢাকা কলেজ আবৃত্তি সংসদের কার্যক্রমে গতিশীলকা আনবে এমন প্রত্যাশা জানিয়ে সংগঠনটির মডারেটর আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রহমাতুল্লাহ রাজন বলেন, নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ অনেক দূর এগিয়ে যাবে। নতুন ভাবে কাজ করে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ  ঢাকা কলেজের সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশা করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence