জবিতে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে: ভিসি

অধ্যাপক ইমদাদুল হক ও জবি লোগো
অধ্যাপক ইমদাদুল হক ও জবি লোগো  © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। এবার আমরা সবকিছু খুব সাধারণভাবে করবো।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক।

তিনি বলেন, আমাদের কিছু শিক্ষক গুচ্ছের বিরোধীতা করেছেন। তাদের কথাগুলো আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) জানিয়েছি। ইউজিসি বিষয়টি সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। আমরা ইউজিসির সুপারিশে অনেকটাই সন্তুষ্ট। আগামী ২০ এপ্রিল আমাদের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় ইউজিসির সুপারিশমালা এবং তাদের চাওয়াগুলো সবার কাছে তুলে ধরা হবে। আশা করছি এরপর আর কোনো সমস্যা থাকবে না।

আরও পড়ুন: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ ইউনিটের বেশি ভর্তি পরীক্ষা নয়

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জবিতে ভর্তির সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য আরও বলেন, আমরা গুচ্ছে থাকলে অবশ্যই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেব। এবার একটি জেনারেল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। গুচ্ছ নিয়ে যত সমস্যা ছিল এবার সব দূর হয়ে যাবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউজিসির সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সমস্যার বিষয়টি সামনে আসলে ইউজিসি গুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিছু শর্ত শিথিল করে।

আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ে কবে কীভাবে ভর্তি পরীক্ষা—জেনে নিন

ইউজিসি জানিয়েছে, গুচ্ছে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি ফি বাবদ আদায় করা অর্থের পুরোটাই ভর্তি কার্যক্রমের পেছনে ব্যয় করতে পারবেন। যদিও আগে ভর্তি ফি’র ৬০ শতাংশ ব্যয় করতে পারবো বিশ্ববিদ্যালয়গুলো।


সর্বশেষ সংবাদ