‘একটি চক্র মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করছে’

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যাবস্থপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলছেন, ‘একটি চক্র প্রশাসনেরই কতিপয় সুযোগসন্ধানী ও সুবিধালোভী ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে আদর্শচ্যুত করতে তৎপর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে হট্টগোল, গালাগালি ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে স্বাধীনতার মহিমাকে ভূলুণ্ঠিত করেছে। এই অপকর্ম করতে তারা সক্রিয়ভাবে ও সুচতুরতার সাথে ‘বঙ্গবন্ধু পরিষদ’ পরিষদ শব্দ ব্যবহার করে একটি সংগঠন গড়ে তুলেছে৷’

শনিবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: ইবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ, আসন ফাঁকা ১২০

তিনি বলেন, ‘কোন সংগঠন খুলতে নিয়ম, রীতিনীতি, শৃঙ্খলা মেনে চলতে হয়৷ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন ইউনিটে দেয়া কমিটি কার্যক্রম করে যাচ্ছে। একইভাবে আমদের বিশ্ববিদ্যালয়ে দেয়া সর্বজন গ্রহণযোগ্য কমিটির বিরুদ্ধে গিয়ে একটি তথাকথিত কমিটি ঘোষণা দিয়ে ঐ চক্রটি অপকর্ম চালাচ্ছে। সেই সাথে বঙ্গবন্ধু পরিষদ নাম ব্যবহার করে অন্য কোন সংগঠন গড়ে তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস থেকে দূরে সরে যেতে আহবান জানান।’

এসময় ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড মাহবুবুল আরফিন, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক ড শাহজাহান মন্ডলসহ পরিষদে সিনিয়র নেতা অধ্যাপক ড. মামুনুর রহমান অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

এদিকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রের এক বিবৃতিতে ঘোষিত বর্তমান অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নেতৃত্ব কমিটিকে বৈধ কমিটি বলা হয়। এ ছাড়া মেয়াদ থাকা পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক দিক দিয়ে আমরা এক। তারা ‘বঙ্গবন্ধু পরিষদ’ সংবাদ সম্মেলনে যে ভাষা ব্যবহার করেছে তা আমাদের সঙ্গে যায় না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence