ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর: আটক ৯ বাসের ৮টি ছেড়েছে শিক্ষার্থীরা

মিরপুর মেট্রো পরিবহন
মিরপুর মেট্রো পরিবহন  © ফাইল ফটো

হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের তিন আবাসিক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মিরপুর মেট্রো পরিবহনের আটক ৯টি বাসের মধ্যে ৮টি ছেড়ে দেয়া হয়েছে৷ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ স.ম.কাইয়ুম সহ ঢাকা কলেজ প্রশাসনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়৷

বাকি একটি বাস নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে বাস মালিক পক্ষের প্রতিনিধির ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে ৷ সন্ধ্যার ঐ বৈঠকে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷

বৈঠকে উপস্থিত ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও উত্তর হলের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম বলেন, আলোচনার মাধ্যমে বাস গুলো ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ বিষয়টি থানা-পুলিশ দেখছে ৷

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ স.ম. কাইয়ুম বলেন, একটি বাস থানায় নিয়ে যাচ্ছি৷ সিদ্ধান্ত পরবর্তীতে জানা যাবে৷

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিকদের সহনশীল আচরণ করা দরকার। আর শিক্ষার্থীদেরও বিষয়গুলো বুঝতে হবে। অপ্রত্যাশিত যে কোন ঘটনা ঘটলে সাথে সাথে কলেজ প্রশাসন এবং আইনশৃখলা বাহিনীকে জানাতে হবে৷বাস আটক করে রাখা যুক্তিসঙ্গত সমাধান নয়। এরআগেও আমরা স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে আমরা একাধিকবার মালিকপক্ষের সাথে বৈঠক করেছি। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

এর আগে হাফ ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রাজধানীর শ্যামলী এলাকায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের ৯টি বাস আটক করে শিক্ষার্থীরা। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। এরা তিনজনই কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence