ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর, ৯ বাস আটক
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৬ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ PM
হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের তিন আবাসিক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মিরপুর মেট্রো পরিবহনের ৯টি বাস আটকে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কলেজের সামনের মিরপুর রোড থেকে বাসগুলো আটক করেন তারা। আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়েছে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও
ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। এরা তিনজনই কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।
আরও পড়ুন: হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, চাকরি ছাড়লেন অধ্যাপিকা
শিক্ষার্থীরা জানান, দুপুর তিনটার দিকে রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সাথে বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই বাসে থাকা ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন। তারা হলেন -কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। এরা তিনজনই কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।
এছাড়াও বাসে হাতাহাতির এক পর্যায়ে ওই শিক্ষার্থীদের সাথে থাকা দুইটি স্মার্টফোন এবং নগদ ৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ
মারধরের শিকার শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, আমরা হাফ ভাড়া দিতে চাওয়ায় কথা-কাটাকাটির জেরে আমাদের উপর চড়াও হন বাসের সহকারি এবং চালক। এ সময় আমাদের সাথে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ ৫ হাজার টাকা তারা নিয়ে গিয়েছে। মারধরের কারণে আমরা গলায় এবং হাতে আঘাত প্রাপ্ত হয়েছি। শেষ পর্যায়ে শ্যামলি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে মেট্রো বাসের অন্যান্য সহকারীদের ডেকে আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে এখন পর্যন্ত মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। একের পর এক শিক্ষার্থী মারধরের ঘটনা ঘটছে। শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীরাই নয় বরং খারাপ আচরণের শিকার হচ্ছেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কিছু জানি না। শিক্ষার্থীরা অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব।