নেত্রকোনা সরকারি কলেজে শীতকালীন চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

চিত্রকর্ম প্রর্দশনী
চিত্রকর্ম প্রর্দশনী  © সংগৃহীত

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক এবং গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে নেত্রকোনা সরকারি কলেজে মাসব্যাপী চিত্রশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে প্রথম বারের মতো এ আয়োজন করা হয়। চিত্রকর্ম প্রদর্শনীতে ৩২টি ছবি স্থান পেয়েছে।

মাসব্যাপী প্রদর্শনী শেষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমাপনী দিনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে শিক্ষকরাই কিনে নেন এ সকল চিত্রকর্ম। এতে প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীরাও বেশ অনুপ্রাণিত।

আরও পড়ুন: মুরাদের বাসায় পুলিশ

কলেজ সূত্রে জানা যায়, নেত্রকোনা সরকারি কলেজের উদ্যোগে এক মাসব্যাপী কলেজের সাবেক শিক্ষক শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী গ্রন্থাগারে অনুষ্ঠিত হওয়া মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন চিত্রকর্ম প্রর্দশনীতে কলেজের একাদশ শ্রেণির ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। ওরা ১১ জন মিলে মোট ৩২ টি ছবি এঁকে প্রদর্শনী দেয়। এতে করে কলেজে পড়াশুনার পাশাপাশি জ্ঞান চর্চার আরেকটি দিক উন্মোচিত হয়। ১৯৪৯ সনে কলেজটি প্রতিষ্ঠিত হলেও এবছরই প্রথম এমন আয়োজনে অনুপ্রাণিত শিক্ষার্থীও।

আরও পড়ুন: এবার অনশনে ঢাকা আলিয়ার ৫ শিক্ষার্থী

চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সম্পাদক সহকারি অধ্যাপক দীপংকর কুমার সরকার, বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তোফা, শাহিনুল হক ও সহকারী গ্রন্থাগারিক কাজী মোজাম্মেল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী।

ছবির এই সন্মানী থেকে ২০ হাজার টাকা সাহায্য দেয়া হবে কলেজের এক অসুস্থ শিক্ষার্থী দিপ্তকে।


সর্বশেষ সংবাদ