ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি নাজমুস সাকিব

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নতুন সভাপতি নাজমুস সাকিবকে ফুল দিয়ে বরণ
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নতুন সভাপতি নাজমুস সাকিবকে ফুল দিয়ে বরণ  © টিডিসি ফটো

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রথম আলোর রাজধানী প্রতিবেদক নাজমুস সাকিব। বুধবার (৬ অক্টোবর) কলেজের শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভায়’ তিনি নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ ও ঢাকসাস উপদেষ্টা অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, বর্তমান সময়ে শিক্ষা সংশ্লিষ্ট সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্যাম্পাস প্রতিনিধিরাও সাধারণ মানুষের সামনে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় এরকম কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতেও সমান পারদর্শী হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এবং ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শুধুমাত্র এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতেও সমান পারদর্শিতা অর্জন করতে হবে।

শুধু ঢাকা কলেজই নয় বরং সাত কলেজের সমস্যা সমাধানে সাংবাদিক সমিতিকে ভূমিকা পালন করার আহ্বান জানান শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতাকে একটি নির্দিষ্ট গণ্ডির ভেতর আবদ্ধ রাখার সুযোগ নেই। ঢাকা কলেজের বিভিন্ন কর্মকাণ্ডের সংবাদের পাশাপাশি সাত কলেজের চলমান বিভিন্ন বিষয় নিয়েও ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে ভূমিকা পালন করতে হবে।

শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ওবায়দুল করিম বলেন, শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশে কর্মশালা, সংবাদ লিখন, উপস্থাপনার কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা পালন করে যাচ্ছে। গঠনমূলক কাজ করার মাধ্যমেই সহশিক্ষা মূলক কার্যক্রম আরো শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।

এছাড়াও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ঢাকসাসের নতুন সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সকলের পরামর্শ ক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় (০৬) মাস করে দায়িত্ব প্রদান করে৷ এতে সভাপতি পদে মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর (আরটিভি) মার্চ ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এবং নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাজমুস সাকিব (প্রথম আলো) অক্টোবর ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন৷


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence