জাতীয় শোক দিবস উপলক্ষে চবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মশিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান আলোচক ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন।

প্রধান আলোচকের বক্তব্যে আবুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর মাঝে ছোটবেলা থেকে সমাজের জন্য কিছু করার এবং সামাজিক কাজে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিদ্যমান ছিলো। বাংলাদেশের মানুষ সব সময় দেখেছে যাদের কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করেছে বা কাছে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অনেকের কাছ থেকেই কোনো সমাধান আসেনি।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। ফলে তিনি ধাপে ধাপে স্বাধীনতার জন্য জনতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশকে উদ্ধার করেছিলেন। তিনি তাঁর চেয়ে অনেক জ্যেষ্ঠ নেতাদের ছাপিয়ে মানুষের কাছে এসেছেন। এই বঙ্গবন্ধু কিন্তু একদিনে তৈরি হননি। আমি মনেকরি, বঙ্গবন্ধুর মত আর কোনো জননেতা জনমনে এতো গভীরভাবে অমরত্ব লাভ করতে পারেন নি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর সাথে তাঁর মধুর সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু আমাকে খুব বেশি ভালোবাসতেন। বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীকে নিয়েও ষড়যন্ত্র চলছে। আমরা এক হয়ে কাজ করলে ২০৩০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ দেখতে পাবো।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ চবি’র সভাপতি অধ্যাপক ড. রাশেদ উন নবী। আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি।

এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সুমন মামুন, রাশেদ চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা সুকন্যা বাশার ও পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।


সর্বশেষ সংবাদ