উল্টো পথে আসা হানিফের চাপায় বাঙলা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০১৯, ০৯:৩৯ PM , আপডেট: ১৪ জুন ২০১৯, ০৯:৩৯ PM
উল্টো পথ ধরে আসা হানিফ পরিবহনের বাসের চাকায় চাপা পড়ে মিরপুর বাঙলা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকালে আনুমানিক ১০টার দিকে তুরাগ ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মেধাবী শিক্ষার্থী শ্রাবন মিন্টু বাঙলা কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
এসময় শ্রাবন তুরাগ ব্রিজে দিয়ে আরেকজন আরোহীকে নিয়ে বাইক চালিয়ে আসছিলেন। দূর্ঘটনায় হতাহত হয়ে তার পেছনে থাকা আরোহীর দুই পা হারানোর শঙ্কা নিয়ে তিনি বর্তমানে এনাম মেডিকেলে কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘাতক হানিফ বাসটি তাদের চাপা দিয়েই ক্ষ্যান্ত হয়নি, পেছনের জনের পায়ের উপর উঠিয়ে দিয়েই চলে গেছে।
নিহতের পরিবারের অভিযোগ, ঢাকা মেট্রো ব-১৪৭৩৫০ বাসটি আটক করলেও কিছুক্ষন পর বাসটিকে ছেড়ে দেয় স্থানীয়রা। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার-স্বজনরা।