সিলেবাস সংস্কারে ইউনিসেফের সঙ্গে চুক্তি করল জাতীয় বিশ্ববিদ্যালয়

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  © সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কার ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও ইউনিসেফের পক্ষে বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক এ্যাডরিয়ান ডুমুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিনসহ (ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বেকারত্ব দূর করতে সিলেবাস আধুনিকায়ন বিশেষ প্রয়োজন। এ জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সাথে একযোগে কাজ করবে।

প্রস্তাবিত পার্টনারশিপ ওয়ার্কপ্ল্যান অনুযায়ী, ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেসব সহযোগিতা দিবে তা হলো- ফিজিবিলিটি স্টাডি বা গ্রাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাহিরে কর্মক্ষেত্রে কি চাহিদা রয়েছে তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফট ছিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদান। 

যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা: শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!