আবরারের শেষ স্মৃতিচিহ্ন ফিরে পেতে পরিবারের আকুতি

  © টিডিসি ফটো

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় গত মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সু-প্রভাত বাসের চাপায় মারা যান আবরার আহমেদ চৌধুরী। পরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আবরার হত্যার কঠোর বিচারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এছাড়া দুর্ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

তবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরারের সঙ্গে থাকা ব্যাগটির হদিস এখনো পাওয়া যায়নি। তাতে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আবরারের শেষ স্মৃতিচিহ্ন রক্ষার্থে সেগুলো ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আবরারের ঘণিষ্ঠ বন্ধু নাজমুস সাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার পর আবরারের চশমাটি পাওয়া গেছে। কিন্তু তার সঙ্গে থাকা বিভিন্ন পরীক্ষার মূল সনদপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ পাওয়া যায়নি। ভর্তি সংক্রান্ত কাজে সেগুলো প্রয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চেয়েছিল সে।

তিনি বলেন, আবরারের পরিবার এখনো তার ব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরত পায়নি। সেগুলো স্মৃতি হিসেবে ফেরত পাওয়ার চেষ্টা করছে তারা। এগুলো কারোর কাছে থাকলে তা ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। 

এ নিয়ে বিইউপি অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিকস নামে একটি ফেসবুক পেজে পোস্টও দেওয়া হয়েছে। সেটি হুবহু তুলে ধরা হলো-

‘আবরারের ব্যাগটির হদিস পাওয়া যায়নি, ওখানে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ঝড় কিংবা বৃষ্টি, তপ্ত রোদ অথবা কুয়াশাঢাকা শীতের সকাল যে আবহাওয়াই থাকুক না কেন স্বপ্নের যাত্রায় #Abrar এর পা প্রতিদিনই পড়ত। কত রঙিন স্বপ্ন পূরণ হতে দেখেছে আবরার, আবার কোনটার জন্য হয়ত অপেক্ষা করতে হয়েছে। সাফল্যের চাদর গায়ে মুড়িয়ে আবরারের জীবনে এসে পড়েছিল কত সহস্র সূর্যাস্তের আভা। খুব ভালোই তো চলছিল!!

গত ১৯ মার্চও কোনো একটা বড় স্বপ্নের লক্ষ্যে বের হয়েছিল আবরার। কিন্তু এ যাত্রায় আবরার ফেরেনি।

এই ক্ষুদ্র পথচলায় আবরার অনেক কিছুই অর্জন করেছিলো। সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদে পরীক্ষা ব্যাপার সংক্রান্ত কাজে আবরার সেদিন #A_level,#O_level সার্টিফিকেটসহ আরও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়েছিল। এ সবকিছুই ওর ব্যাগে ছিল। এখন পর্যন্ত আবরারের ব্যাগটির হদিস পাওয়া যায়নি।

এসব অর্জনকে আকড়ে ধরেই তো আবরারের পরিবার বেঁচে থাকবে। এসব স্মৃতি তাদের অগ্রযাত্রার সঙ্গী হবে। তাই, দয়া করে কেউ যদি ব্যাগটার সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন:-

মাসুদ (আবরারের মামা)- 01819-231608
নাজমুস সাকিব- 01679-325349।’


সর্বশেষ সংবাদ