বসন্তের আগমনী বার্তায় রঙিন বশেমুরবিপ্রবি
- সাইফুল ইসলাম
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৪ PM
‘আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী/চরণে পায়লা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরী’ পুষ্পিত সৌরভে এভাবেই বসন্তের আগমনী বার্তা এভাবেই দেখা দেয় প্রকৃতিতে। ঋতুরাজ বসন্ত তার আগমনের বার্তা নিয়ে প্রকৃতির দড়জায় কড়া নাড়ছে। তাই তো প্রকৃতি এখন মেতে উঠেছে রঙ্গ ও রুপে নিজেকে সাজাতে।
প্রকৃতির নিয়মে প্রতি দুই মাস অন্তর অন্তর ঋতু বদলায় সঙ্গে তার রুপ রং আর সৌন্দর্য। দুই মাস আগের প্রকৃতি আর আজকের প্রকৃতির মধ্যে অনেক পার্থক্য। প্রকৃতির নিয়মে এক ঋতু শেষ হওয়ার কয়েক দিন আগেই পরবর্তী ঋতুর আভাস প্রকৃতিতে বিরাজ করতে শুরু করে। তাই তো মাঘ মাস শেষ হতে না হতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে ফাগুনের হাওয়া। ফাল্গুনের আবহাওয়ায় তীব্র শীতের রুক্ষ আবহাওয়ায় জীর্ণ পাতা ঝড়া বৃক্ষের মাথায় দেখা দিয়েছে সবুজ পাতা, কুলি ও ফুল। যেন প্রকৃতি আজ নতুন সাজে সেজেছে।
আর প্রকৃতির এ রূপে রঙ্গিন হতে শুরু করেছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় আঙ্গিনাতে চোখে পড়ছে বাহারি রঙের ফুল। আর এ ফুলের সৌরভই বলে দিচ্ছে আর বাকী নেই বসন্ত আসতে।
প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। মাঘের শেষে শীতের জীর্ণতা কাটিয়ে স্নিগ্ধ সবুজ প্রকৃতিতে নতুন কচি কচি পাতায় ঝলমলে হয়ে উঠেছে চারপাশ। প্রকৃতিতে বসন্তের সাজ সাজ রব। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে প্রবেশ করতেই নজর কাড়ে ছোট ছোট গাছে নতুন কুড়ি গজিয়েছে ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি নতুন সাজে যেন সেজেছে আম গাছগুলো। আমের মুকুলে ভরপুর আর ঘ্রাণে সর্বত্র জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন চত্বর, রাস্তার পাশে নজর কাড়ছে রাধাচূড়া, নাগলিঙ্গম, গাঁদাসহ হরেক রকম ফুল।বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখা যায়, প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে লাল, নীল, বেগুনি, হলুদ, গোলাপি, সাদা, খয়েরি, হরেক রঙের ফুলের সমাহার।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, ‘এ বছর শীতের প্রকোপ তেমন পড়েনি। মাঘের শীত শেষ না হতেই প্রকৃতিতে হাতছানি দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্য। প্রায় সব গাছে নতুন পাতা দেখা যাচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির ফুল ফুটছে। ফুলে ফুলে ভরে উঠতে শুরু করেছে ক্যাম্পাস। এখন কেমন যেন চারপাশটাকে নতুন লাগছে। সেজন্য প্রতিদিন বিকালে পুরো ক্যাম্পাস ঘুরতে বের হই।’
ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে থাকা অপর এক শিক্ষার্থী নয়ন সরকার বলেন, ‘এ সময়টাতে শীত আর বসন্তের ফুল একসাথে ফোটে। যে কারণে বছরের অন্যন্য সময়ের তুলনায় এখন ক্যাম্পাসে ফুল বেশি দেখা যাচ্ছে। গাছও পুরাতন পাতা ঝড়িয়ে নতুন পত্রপল্লব দিচ্ছে। আর এ অপরুপ সৌন্দর্য আকৃষ্ট করছে আমাদের। প্রকৃতির এ অপরুপ সৌন্দর্যই বলে দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে।’