ভিন্নমত ভুলে ভর্তিচ্ছুদের সহায়তায় ঐক্যবদ্ধ ইবির ছাত্র সংগঠনগুলো

  © টিডিসি ফটো (কোলাজ)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘এ’ ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনামুক্ত রাখতে তৃতীয় দিনের মতো সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। রাজনৈতিক ভিন্নমত ভুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ঐক্যবদ্ধ হয়ে সংগঠনগুলো এই দায়িত্ব পালন করে যাচ্ছে।

শুক্রবার (৯ মে) সকাল থেকে পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসজুড়ে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবিয়া আরাবিয়া ও ছাত্র ইউনিয়ন কর্তৃক পরিচালিত তথ্য সহায়তা কেন্দ্র ও অভিভাবক কর্নার পরীক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে।

এসব বুথ থেকে সরবরাহ করা হচ্ছে খাবার পানি, ওষুধ, কলম, স্যালাইন, শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। অভিভাবকদের জন্য রয়েছে বিশ্রামের শেড, পানির ব্যবস্থা এবং শিশুদের জন্য চকলেট ও রিডিং কর্নার।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাজনৈতিক ভিন্নমতের সংগঠনগুলো যেভাবে একসঙ্গে কাজ করছে, তা স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক।

রফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, সন্তানকে নিয়ে ভর্তি পরীক্ষায় এসেছি। ছাত্র সংগঠনগুলোর এমন সহযোগিতা আমাদের দুশ্চিন্তা অনেকটা কমিয়ে দিয়েছে। এ ধরনের আয়োজন খুবই ইতিবাচক।

বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ‘আবু সাঈদ সহায়তা কর্নার’ চালু করেছি। ভর্তি পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহায়তা করছি। পাশাপাশি আমাদের সংগঠনের ন্যায়বিচারমূলক দাবিসমূহ নিয়েও জনমত গঠন করছি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমাদের হেল্পডেস্কে ফুল, কলম, ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সবকিছু রাখা হয়েছে। পরীক্ষার পরে ট্রাফিক ব্যবস্থাপনাতেও আমরা সহযোগিতা করব।

ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, পরীক্ষার্থীদের জন্য পানিসেবা, ওষুধ, ফার্স্ট অ্যাইডসহ দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও শিশুদের জন্য রিডিং কর্নার রাখা হয়েছে।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্র ইউনিয়ন সব সময় শিক্ষার্থীদের পাশে। তাই আমরা মেডিকেল সহায়তা, তথ্য কেন্দ্র ও অভিভাবক কর্নারের মাধ্যমে সহযোগিতা করছি।

এ ছাড়া বাংলাদেশ ছাত্র মজলিস ও ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও অভিভাবক কর্নার, ফার্স্ট অ্যাইড ও পানির ব্যবস্থা করা হয়েছে। সমন্বিত এই উদ্যোগ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তুলেছে এক সহানুভূতিশীল, সুশৃঙ্খল ও মানবিক পরিবেশ।


সর্বশেষ সংবাদ