জবিতে ফার্মেসি ক্যারিয়ার ও গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে অংশগ্রহণকারীরা
সেমিনারে অংশগ্রহণকারীরা  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ফার্মেসি শিক্ষার উন্নয়ন এবং গবেষণা ও ওষুধশিল্পে পেশা গড়ার সুযোগ’ বিষয়ে একাডেমিক সেমিনার আয়োজিত হয়েছি। আজ বুধবার (১৬ এপ্রিল) ফার্মেসি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেমিনারটি।

ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও দেশ-বিদেশে শিক্ষার্থীদের পেশাগত সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।

আরও পড়ুন: ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশন কলেজ অব ফার্মেসির সহকারী অধ্যাপক ড. এম ফয়সাল হোসাইন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এবং এরিস্টোফার্মা লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. তাসলিম আরিফ। 

শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সেমিনারে ফার্মেসি শিক্ষা, গবেষণা এবং ওষুধশিল্পে পেশাগত সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ