জাতীয় স্মৃতিসৌধে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসির শ্রদ্ধা

  © টিডিসি ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। আজ বুধবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রফিক আল-মামুন, উপ- পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দু’আ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


সর্বশেষ সংবাদ