জবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি
জবি  © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) সন্ধায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় প্রকাশ করে জবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্যের এ-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফল দেখতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ০৮-০৪-২০২৫ তারিখ হতে ১৭-০৪-২০২৫ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ ওয়েবসাইটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

এবারের ডি ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৮৬০ টি। প্রথম শিফটে মোট আসন ২৮৪ টি, দ্বিতীয় শিফটে মোট আসন ২৮৭ টি এবং তৃতীয় শিফটে আসন সংখ্যা ২৮৯টি।


সর্বশেষ সংবাদ