বয়ফ্রেন্ডসহ ছাত্রীকে মারধর: জাবিতে তিন শিক্ষার্থী বহিষ্কার

১৯ জানুয়ারি ২০১৯, ০৫:৫১ PM
বহিষ্কৃত তিন শিক্ষার্থী

বহিষ্কৃত তিন শিক্ষার্থী

বয়ফ্রেন্ডসহ ছাত্রীকে মারধরের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এছাড়া অধিকতার তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর আসম ফিরোজ-উল-হাসান।

সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোয়ান, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদ, মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের আবাসিক ছাত্র।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাতে জন্মদিনের কেক কেটে বয়ফ্রেন্ডকে নিয়ে ক্যাম্পাসে এসে মারধরের শিকার হন ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেয়ে হলে ফেরার পথে অভিযুক্ত শিক্ষার্থীরা অর্থনীতি বিভাগের ৮ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে ছাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেন মারধরের শিকার শিক্ষার্থীরা।

প্রক্টর অফিসের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট তা অনুমোদন দেয়া হয়েছে।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬