মাগুরায় শিশুর প্রতি নৃশংসতার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

মাগুরায় আট বছর বয়সী এক শিশুর ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে কলেজ চত্বর থেকে এ প্রতিবাদ মিছিল বের করেন কলেজেটির শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ওয়ারলেস গেট হয়ে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, একটি ছোট্ট শিশুর ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।


সর্বশেষ সংবাদ