রমজানে আসছে সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০৮:৫০ AM

তথ্য প্রযুক্তির সেরা মাধ্যম হলো ইন্টারনেট। যা মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয় বহুগুণ। আর মাত্র একটি ক্লিকের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য পৌঁছে যায় কয়েক সেকেন্ডেই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদান ও গুরুত্বপূর্ণ বহুমুখী কাজের মাধ্যম একটি ওয়েবসাইট। যেখানে ব্যক্তিগত ওয়েবসাইটের ছড়াছড়ি, সেখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও না থাকা তাদের অনগ্রসরতার সাক্ষ্য দেয়।
ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার এমন দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারে, যা সম্পাদন করতে কয়েকজন লোকের সারা বছর পরিশ্রম করতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থাকলেও নেই কোন তথ্য, নেই আপডেট ছবি, নেই পেইজ লিংক।
কলেজটির অফিসিয়াল ওয়েবসাইটটিতে (https://gssc.college.gov.bd) দেখা যায়, কলেজের ইতিহাস, ঐতিহ্য, অবস্থান,নামকরণ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদকের নাম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা, বিভাগগুলোর নাম, বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন ক্লাব ও ডিপার্টমেন্টের তালিকা থাকলেও নেই কিছুর হালনাগাদ। শুধুমাত্র কলেজের নাম এবং নোটিশ বোর্ড প্রতিনিয়ত আপডেট করা হয়। এমনকি নেই কলেজের অভিভাবক অধ্যক্ষের নামটিও। তবে আশার বাণী শোনালেন অধ্যক্ষ।
সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, ওয়েবসাইটটির প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। এই রমজান মাসেই আসছে সকল তথ্য সংবলিত পূর্ণাঙ্গ ওয়েবসাইট।
এদিকে শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য, ভর্তি ও ফর্ম ফিলাপের ব্যাপারে খোঁজ করতে নির্ভর করতে হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জার ও ফেসবুক গ্রুপের উপর। যার কারণে শিক্ষার্থীদের অনেক সময় বিভ্রান্তির পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজের ওয়েবসাইট কাজ না করায় আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। রুটিন, নোটিশ, পরীক্ষার ফরম পূরণের তথ্য—সবকিছু জানতে হলে এখন কলেজে গিয়ে খোঁজ নিতে হয়। এতে সময় নষ্ট হয় এবং অনেক সময় সঠিক তথ্য পেতেও দেরি হয়ে যায়। বিশেষ করে দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি আরও কষ্টকর এবং আসা যাওয়ার মাঝে টাকারও একটা বিষয় রয়েছে। আধুনিক যুগে এসে এমন সমস্যায় পড়তে হবে, ভাবতেই অবাক লাগে। অনলাইনে সব তথ্য পাওয়া এখন সাধারণ বিষয়, তাই কলেজ প্রশাসনের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
সমাজকর্ম বিভাগের নিশাদ বলেন, আমাদের কলেজের ওয়েবসাইট দীর্ঘদিন ধরে কাজ করছে না, যা শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা। আমাদের পরীক্ষার ফরম পূরণ ও তথ্য জানতে হলে বারবার কলেজে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টকর। বিশেষ করে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য এটি আরও বেশি ভোগান্তির কারণ। আমাদের কলেজের ওয়েবসাইট একদম অচল এই ওয়েবসাইটে কলেজ সম্পর্কে কোনো তথ্য নেই বললেই চলে। ডিজিটাল যুগে এসে সরকারি একটা কলেজে এমন একটা ওয়েবসাইট তা কল্পনাও করা যায় না। কলেজ প্রশাসনের উচিত দ্রুত ওয়েবসাইটটি সচল করা, যাতে আমরা অনলাইনে সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারি।