ধর্ষণের বিচারের দাবিতে বেরোবিতে মশাল মিছিল

বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

সম্প্রতি দেশে ঘটে যাওয়া সন্ত্রাস, ধর্ষণ, গুম ও খুনের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এসে শেষ হয়। এ সময় মশাল মিছিলে যুক্ত হয়েছেন রংপুরের কারমাইকেল কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

মশাল মিছিলে ধর্ষকদের ফাঁসি চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, আবু সাঈদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই সহ নানা স্লোগান তুলেন শিক্ষার্থীরা। 

আরো পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ১২৬ জন

বেরোবি শিক্ষার্থী এস এম আশিক বলেন, ‘দেশে চলমান গুম খুন ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে কোনো নরপশু এরকম জঘন্য কাজ করতে না পারে। আমরা একটা আইন চাই যে আইনে তাদের মৃত্যুদণ্ড হবে। আমরা ইন্টিরিম গভমেন্টকে জানিয়ে দিতে চাই দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিন। যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে না পারেন পদ ছেড়ে দিন।’

স্বর্ণা নামে এক শিক্ষার্থী বলেন, ‘রিকশাচালক, ভ্যানচালকসহ সব পেশার মানুষরা নিরাপদে চলাচল করতে পারছে না। এখানে সেখানে চাঁদাবাজি, ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তাহলে দেশের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই, সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।’


সর্বশেষ সংবাদ