এবার শিক্ষাপ্রতিষ্ঠানের ডাস্টবিনে শেখ হাসিনার ছবি
- রাজশাহী কলেজ, মো. আব্দুল আলিম
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ PM

বাংলা একাডেমির বইমেলার ডাস্টবিনে ভারতে পালিয়ে যাওয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বইমেলার ডাস্টবিনের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। এবার রাজশাহী কলেজের ক্যাম্পাসে ডাস্টবিনের গায়ে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তবে প্রশাসনের নজরে আসার পর মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কে বা কারা এটি লাগিয়েছে এবং পরে মুছে ফেলেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের সামনে শহীদ মিনারের পাশে অবস্থিত ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার একটি ছবি লাগানো রয়েছে। আবার সাড়ে বারোটার দিকে দেখা যায়, ছবিটি মুছে ফেলা হয়েছে।
এ প্রসঙ্গে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার পতন না হলে আমরা কেউই হয়তো এই ক্যাম্পাসে আসতে পারতাম না। ডাস্টবিনে হাসিনার ছবি দেখে সবাই শতশত শহীদের কথা মনে করবে।
রাজশাহী কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন, বিশেষ করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনা, জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। বিভিন্ন স্থানে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও হয়তো সেই ধারাবাহিকতায় এই কাজ করেছে।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।