বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ

তরুণ কলাম লেখক ফোরাম বেরোবি শাখার নবীনবরণ
তরুণ কলাম লেখক ফোরাম বেরোবি শাখার নবীনবরণ  © টিডিসি ফটো

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী। 

তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক আ স ম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হেলাল।

আরো পড়ুন: ২১ মে’র মধ্যে জাকসু নির্বাচন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক, সংগঠনটির উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা জাহানুর ইসলাম এবং বেরোবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি সেজুতি দাস মুমু। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘সংস্কারের এ সময়ে আমাদের পথনির্দেশনা হয়ে থাকবে তরুণদের লেখাগুলো। সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে যাব। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন এক বেরোবি উপহার দিতে তোমাদের যৌক্তিক পথচলা অত্যন্ত প্রয়োজনীয়।’

তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা সাইফুল ইসলাম বলেন, ‘তরুণদের সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহী হতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ লেখার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!