সাত কলেজ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসু, সিদ্ধান্ত শিগগিরই

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ গণমাধ্যমকে জানান, জরুরি বৈঠক ফলপ্রসু হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত ও বিষয়বস্তু জানতে দুই দিন অপেক্ষা করতে হবে।

অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের ডেকেছিলেন। সেখানে সাত কলেজের বিষয়ে ‘ফ্রুটফুল’ আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব না। দুই দিন পর এটা নিয়ে আমরা জানাব।

এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা।

ওই বৈঠকের পর সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence