সাত কলেজ নিয়ে জরুরি সভায় বসেছেন প্রধান উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
রাজধানীর সরকারি সাত কলেজে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভায় বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে এতে উপস্থিত রয়েছেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা।
ওই বৈঠকের পর সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।