ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল   © টিডিসি

সাত কলেজের শিক্ষার্থীদের ওপর ঢাবি শিক্ষার্থীদের হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের শহীদ মামুন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিভি গেট হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবির আগ্রাসন, মানি না, মানাব না,’ ‘ঢাবির কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘ঢাকা কলেজের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই,’ ‘ঢাকা কলেজ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে,’ ‘প্রো-ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় সমন্বয়ক নীরব হাসান সুজন বলেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজকে মুখোমুখি দাঁড় করিয়ে উসকানি দিয়েছে, তাদের বিচার করতে হবে। তিনি দায়িত্বশীল জায়গায় থেকে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। আমরা তার পদত্যাগ চাই।’ি

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনসহ ৯ দাবি হাবিপ্রবি শিক্ষার্থীদের, প্রশাসনিক ভবনে অবস্থান

তিনি আরও বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সব সময় ন্যায্য আন্দোলনের সঙ্গে আছে এবং আমাদের আন্দোলন থেকে কেউ যেন ফায়দা নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’

উল্লেখ্য, সাত কলেজের সমস্যাগুলো নিয়ে ঢাবির প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি অশোভন আচরণ করেন এবং শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেন। এর পরিপ্রেক্ষিতে সাত কলেজের শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করার ঘোষণা দেন। এরপর গতকাল রাত ১১টায় ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ