তিতুমীরে নারী সাংবাদিককে হেনস্তা, লিখিত অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

  © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) কার্যালয়ে ছাত্রদলের একাংশের নেতাকর্মী দ্বারা হট্টগোল ও নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে অভিযোগপত্র জমা দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

শনিবার (১৮ জানুয়ারি) তিতুমীর কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ পত্র জমা দেন সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এসময় বিস্তারিত বর্ণনা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কপি অধ্যক্ষের কাছে তুলে দেন তারা।

সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘নারী সাংবাদিকদের হেনস্তার ঘটনা উদ্বেগজনক। ক্যাম্পাসে সাংবাদিকরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারলে মতপ্রকাশের স্বাধীনতা থাকলো কোথায়? যেহেতু কলেজের ভেতরে এ ঘটনা ঘটেছে তাই আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছি। অধ্যক্ষ ম্যাম আমাদের আশ্বস্ত করেছেন, তিনি ব্যবস্থা নিবেন।’

তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তারপর সাথে সাথে আমার শিক্ষকদের পাঠিয়েছিলাম। তারা খোঁজ খবর নিয়েছে। আমি আমার অবস্থান থেকে যা যা করা যায় তা করব।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর কার্যক্রমে ছাত্রদল পন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের পেইজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক কয়েকজন নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ