শর্ত মেনেই কুবির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডাকা হয়েছে মোবরককে, বলছে কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৬ PM
শর্তাবলী পূরণ না করেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বলে ছড়িয়ে পড়া খবরের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করা হয়েছে। ইউজিসির শর্ত মেনেই তাকে ডাকা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শর্তপূরণ না করেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডাকার বিষয়ে খবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে এসেছে। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এতে দাবি করা হয়েছে, রেজাল্ট না থাকা স্বত্বেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে ডাক পেয়েছেন এক প্রার্থী। আবেদনের শর্ত পূরণ করেননি, তবুও শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি পেয়েছেন মো. মোবারক হোসাইন নামের এ প্রার্থী। এ দাবি সম্পূর্ণ অসত্য ও চরম মিথ্যাচার।
বিশ্ববিদ্যালয়ের আইন, বিধিবিধান ও নিয়মনীতি অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’র সাধারণ শর্তাবলীর ১০ নম্বরে বর্ণিত আছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিথিল করা যাবে।
সে বিবেচনায় বিভাগীয় প্লানিং কমিটি কর্তৃক গত ডিসেম্বর প্রেরিত সুপারিশ কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ মর্মে বিবেচিত হয় এবং সে অনুযায়ী প্লানিং কমিটি কর্তৃক যাচাই-বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত ১৭ ডিসেম্বর পত্র প্রেরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য নির্দেশিত নীতিমালার ব্যত্যয় না ঘটায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নিয়োগ প্রার্থী মোবারক হোসাইনকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র প্রেরণ যথাযথ হয়েছে মর্মে কর্তৃপক্ষ মনে করে।
যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নিয়োগ নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশনা আছে এবং এ নীতিমালা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়েছে, তাই মোবারক হোসাইনকে তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল শর্ত পূরণ করায় তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরো পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাইসুরকে লাখ টাকা অনুদান বিজিবির
এক্ষেত্রে গত ৪ ডিসেম্বরের বিভাগীয় প্লানিং কমিটির সুপারিশ যথার্থই ছিল জানিয়ে এতে বলা হয়েছে, সভায় ২৮টি আবেদন যাচাই-বাছাই করে ২৬ জন প্রার্থীকে যোগ্য বিবেচনা করে সুপারিশ করেন। সে মোতাবেক ২৬ জন প্রার্থীকে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়েছে। উল্লেখ্য যে, বিভাগীয় প্লানিং কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশের বিষয়ে কোনরকম অসামঞ্জস্যতা পরিলক্ষিত না হওয়া কিংবা তা সংশোধনের বিষয়ে কর্তৃপক্ষের কোন নির্দেশনা না থাকা সত্ত্বেও একই বিষয়ে পুনরায় গত ৩১ ডিসেম্বর তারিখে বিভাগীয় প্লানিং কমিটি কমিটির সভা আহবান করা যুক্তিযুক্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃক প্রণীত নিয়োগ নির্দেশনা অনুযায়ী ২৭ নম্বর প্রার্থী মোবারক হোসাইনের সকল যোগ্যতা পূরণ হলেও বিভাগীয় প্লানিং কমিটি কর্তৃক তার প্রার্থীতা বাতিলের বিষয়ে গৃহিত সুপারিশ বিধি বহির্ভূত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত প্রকাশিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বলেও জানানো হয়েছে।