পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

পবিপ্রবি কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পবিপ্রবি কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং আইডিকার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করা হয়।  

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।  

কৃষি অনুষদের প্রফেসর ড. মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মো. আবদুল লতিফ। 

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। তাই গুরুত্ব সহকারে পড়াশুনা করতে হবে। পাশাপাশি সততার চর্চা করতে হবে। সৎ ও দায়িত্ববান হয়ে দেশের সেবা করতে হবে। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, দপ্তরপ্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ