অসাংবিধানিক কমিটির অভিযোগে বুটেক্সডিসির কার্যক্রম স্থগিত 

বুটেক্সডিসি
বুটেক্সডিসি  © লোগো

নবগঠিত কমিটি গঠনতন্ত্র বা ক্লাবের সংবিধান অনুযায়ী গঠিত হয়নি এমন অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) কার্যক্রম স্থগিত রয়েছে। সাধারণ সম্পাদক পদে বিতার্কিকরা প্রাধান্য না পেয়ে সংগঠক বা অর্গানাইজার হিসেবে একজন নন-ডিবেটার সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার অভিযোগ পাওয়া যায় ক্লাবের সদস্যদের পক্ষ থেকে।

বুটেক্সডিসির গঠনতন্ত্রের ১০.১.(ঘ) ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের পদপ্রাপ্তির যোগ্যতা ও নিয়ামকসমূহ অনুযায়ী বলা আছে, বুটেক্স ডিবেটিং ক্লাব একটি বিতর্ক সংগঠন হিসেবে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তাদের বিতার্কিক হওয়া আবশ্যক। আরও বলা হয়েছে, কেবলমাত্র সংগঠক হিসেবে কাজ করলে সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার যোগ্যতা হারাবেন।

গত ১৯ ডিসেম্বর বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি সাবিহা মুন তাহা, সাধারণ সম্পাদক তানভীর হোসেন এবং ক্লাব মডারেটর আয়েশা সিদ্দিকার স্বাক্ষরিত বুটেক্সডিসি কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন মাহির চৌধুরী এবং সাধারণ সম্পাদক অনুপ সাহা।

গঠিত কমিটি নিয়ে আপত্তি তোলেন পদ প্রত্যাশী ও ক্লাবের অন্যান্য সদস্যরা। তাদের অনেকে কমিটি প্রত্যাখ্যান করে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নেন এবং নিয়ম অনুযায়ী না হওয়ায় তারা ক্লাব মডারেটরের নিকট গঠিত কমিটি নিয়ে অভিযোগ করেন।

গঠনতন্ত্র না মেনে কমিটি দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া যায় ক্লাবের ৪৭তম ব্যাচের একাধিক শিক্ষার্থীদের পক্ষ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাব সদস্যদের মতে, ডিবেটিং ক্লাবের মূল পদে গঠনতন্ত্র বা ক্লাবের সংবিধানের নিয়ম অনুযায়ী নেতৃবৃন্দ নির্ধারণ হওয়ার কথা। সে হিসেবে বিতার্কিকরা প্রাধান্য পাবে। কিন্তু ক্লাবে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি ক্লাবে অন্যান্য বিষয়াবলি তথা অর্গানাইজেশনের কাজে থাকলেও তেমন ডিবেট করতেন না। তাছাড়া ক্লাবে যারা ভালো ডিবেটার ছিলেন তাদের বিবেচনা না করে বঞ্চিত করা হয়েছে।

যদিও সম্প্রতি কার্যনিবার্হী কমিটি ২০২৪-২৫ গঠনের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটির একাধিকজনের সাথে কথা বলে জানা যায়,  অধিকাংশের সম্মতি নিয়ে যোগ্যতম প্রার্থীকে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence