ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হাবিবুল্লাহ-মোজাহিদ

সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক  মোজাহিদুল ইসলাম
সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম  © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোজাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সমিতির সদ্য সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, বিগত কমিটি যেভাবে সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আগামী একবছরে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য আমরা উপদেষ্টা মন্ডলীসহ সাবেক নেতৃবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

নতুন সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence