ইবিতে আইইএলটিসের পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসের পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসের পরীক্ষাকেন্দ্র করার লক্ষে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আইআইইআরের পরিচালককে বলা হয়েছে। এখানে আইইএলটিএসের পরীক্ষাকেন্দ্র করলে অনেকেই অনুপ্রাণিত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠারও ঘোষণা দিয়ে বলেন, আমরা নিয়মিতভাবে এখান থেকে জার্নাল বের করার চেষ্টা করব। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ডিনস কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইবি উপাচার্য। ডিনস কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে ও জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উপাচার্য আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে, এটিকে নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে চিন্তায় ধারণ করে আমি সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য সকলের সঙ্গে কাজ করে যেতে চাই। তিনি ছাত্রদের অ্যাকাডেমিক সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানে তৎপর থাকার এবং প্রত্যেক বিভাগে ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, তাদের রুটিন এর অবস্থা কি এগুলো তদারকির জন্য ডিনদের ও বিভাগীয় সভাপতিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিভাগগুলোতে প্রতি মাসে অ্যাকাডেমিক কমিটির সভা করার নির্দেশ দেন তিনি যেখানে শিক্ষার্থীদের কোর্সের অগ্রগতি নিয়ে আলোচনারও পরামর্শ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সন্তুষ্ট রাখা যাবে দুইভাবে -  ক্লাস নিয়মিত হওয়া এবং পরীক্ষা ঠিক সময়ে নেয়ার মাধ্যমে।

সংবর্ধিত বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ষান্মাসিক জার্নালগুলো সময়মতো বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম দূর করতে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সমস্যার পাশাপাশি ক্লাস নেয়া, ক্লাস ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন সমস্যা রয়েছে। অ্যাকাডেমিক দিকে আরও গুরুত্ব ও মনোযোগ দেওয়ার জন্য তিনি ডিন ও সভাপতিবৃন্দের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে ডিনদের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মনজুরুল হক, জীব বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, বিভাগীয় সভাপতিদের পক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝি, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. ফকরুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান বক্তব্য দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence