মহান বিজয় দিবসে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বপ্রথম পুষ্পমাল্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
পরে একে একে উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর সকলেই পুষ্পস্তবক এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই পবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কার্যকরী সদস্য মুরসালিন, সদস্য মো: জয় ভাঙ্গী, শফিকুল ইসলাম আকাশ ও আব্দুল্লাহ মুহসিন তানজিম।
সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসেও পবিপ্রবি সাংবাদিক সমিতি শ্রদ্ধা নিবেদন করেছে। এতে উপস্থিত ছিলেন সাদাফ মেহেদী, মেহেদী হাসান, মো. ফাহিম, শাহরিয়ার ইসলাম রাফি, কাজী মেহেদী হাসান, মাহমুদুল হাসান, সারোয়ার রহমান সরকার, মো: শফিউল্লাহ তালুকদার, রাইসুর রহমান রাহিদ,জাওয়াদুল ইসলাম জামিন, সুমাইয়া আমিন, মাসুদা আক্তার রিফা ও মরিয়ম খাতুন।