কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার নবীনবরণ, প্রবীণ বিদায়
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ PM
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে জাতীয় সংগীত, ধর্মগ্রন্থ পাঠ ও ভোক্তা অধিকার শপথ পাঠের মাধ্যমে এই নবীনবরণ ও প্রবীণ বিদায়ের অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীন সদস্যদের ভোক্তা অধিদপ্তরের লিফলেট, সিওয়াইবির কলম দিয়ে বরণ এবং প্রবীণ সদস্যদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফের সভাপতিত্বে এবং ইনসানুল ইমাম ও সুদক্ষিণার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ও সিওয়াইবির উপদেষ্টা অধ্যাপক ড. রশিদুজ্জামান। এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, অর্থসম্পাদক খাইরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শহীদ কাউসার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুকান্ত দাস, কার্যনির্বাহী সদস্য হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিওয়াইবির সভাপতি ওয়াসিফ বলেন, আজকের নবীনরা এমন এক সময়ে এসেছে যে সময়ে আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহিদদের প্রাণের বিনিময়ে এবং অনেক আহত ভাই-বোনদের ত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি। আমরা আগে এ সংগঠনের মাধ্যমে কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি কিন্তু এখন আর সেই সময় নেই, এখন আমরা স্বাধীনভাবে এ সংগঠনের কাজকে আরো দ্রুতগামী করতে পারব এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারবো। তাই তিনি সকলকে ভোক্তার অধিকার নিজের করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানাই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, আমাদের ক্যাম্পাসে যতগুলো সংগঠন আছে তার মধ্যে সিওয়াইবি অন্যতম ও ব্যতিক্রমী একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে সর্বত্রই সচেতনতা ও সাহসিকতার পরিচয় দেয়। যিনি ভোগ করেন তিনিই মূলত ভোক্তা। এমন কেউ নেই যিনি ভোগ করেন না কিন্তু অনেক ভোক্তাই আছে যারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদেরকেই সচেতন করতে এবং তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিওয়াইবি কাজ করে। পরিশেষে, নবীন ও প্রবীণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবীনদের উদ্যমী হয়ে উঠতে ও সংগঠনের মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।