রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোগো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোগো  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের নাম মো. কাওসার আলী (৫০)। তার বাসা পশ্চিম বুধপাড়া এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিওন হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি মতিউর রহমান জানান, কাওসার মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রীর ফোন রিসিভ করছিলেন না। বারবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু তাকে পাননি। পরে বুধবার দুপুরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি মতিউর।


সর্বশেষ সংবাদ