তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪৮ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজটির মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি মহাখালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘অধ্যক্ষ না ভিসি? ভিসি ভিসি’ ‘ঢাবির শিকল হতে মুক্তি চাই, মুক্তি চাই’ ‘তিতুমীর কি চায়?’, ‘বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ‘মহাখালী কি চায়? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ,‘সেশন না সেমিস্টার? সেমিস্টার, সেমিস্টার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদের স্বতন্ত্র পরিচয়। ঢাবির আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে চাই। আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। যদি সাত কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় হয়, সেটা করুক আর না হয় আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দিক।
কলেজটির ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিরিন আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় রুপান্তর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমাদের কলেজটির বিশ্ববিদ্যালয় হওয়ার সকল ধরনের যোগ্যতা রয়েছে। আমরা আর ঢাবির গোলামি করতে চাই না।