উপাচার্যবিহীন ববির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন
অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনিক ও আর্থিক পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানদের একটি সভায় শিক্ষামন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।

জানা যায়, প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে একজন জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে সাময়িক দায়িত্ব পালন করবেন। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানগণের সঙ্গে আলোচনাক্রমে তিনি এ দায়িত্ব পালন করবেন। 

সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ দেয় শিক্ষামন্ত্রণালয়। গত ২৯ আগস্ট উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে এ চিঠির আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ডিন ও বিভাগের চেয়ারম্যানগণের আলোচনা অনুযায়ী জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন এ অধ্যাপক।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একমাত্র অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীন। সহযোগী অধ্যাপক রয়েছেন অর্ধশতাধিক।


সর্বশেষ সংবাদ