ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

লোগো ও ছবি
লোগো ও ছবি   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। শনিবার (১১ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের বহু নির্বাচনি প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ অর্থাৎ ৪০-এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এ বছর বাণিজ্য ইউনিটের আসনসংখ্যা ৫ হাজার ৩১০টির বিপরীতে আবেদন পড়ছে ১৬ হাজার ৯৫০জন। প্রতি আসনের জন্য লড়বেন ৩ জন ভর্তিচ্ছু।

আসনবিন্যাস https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত তথ্যসমূহ প্রদান করে জানা যাবে। এছাড়াও মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে DU <> CCM <> রোল নাম্বার টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করলে আসনের অবস্থান জানা যাবে।


সর্বশেষ সংবাদ