কুবির নজরুল হলের নতুন প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাসির হুসেইন। তিনি কুবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিকের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে মোহাম্মদ নাসির হুসেইনকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।