কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাতাচ্ছে ৪ ব্যান্ডদল

৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© টিডিসি ফটো

নতুন বছরকে ঘিরে “হ্যাপি নিউ ইয়ার কনসার্ট” এর আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ডদল প্ল্যাটফর্ম। এতে কুবি মাতাচ্ছে দেশের ৪টি সেরা ব্যান্ডদল অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা এবং বে অফ বেঙ্গল।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্টের আয়োজন করা হয়। এই ব্যান্ডদলগুলোর পাশাপাশি পারফর্ম করছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ক সংগঠন ‘প্রতিবর্তন’। 

এদিকে কনসার্ট উপভোগ করতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে দর্শকদের ভিড় জমেছে। বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের দল বেঁধে অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন জেলার মানুষকে ক্যাম্পাসে ভিড় করতে দেখা গেছে। 

ঢাকা থেকে আসা জাবেদ নামের এক সঙ্গীত প্রেমিক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সন্ধাকালীন কোর্সের শিক্ষার্থী ছিলাম। ক্যাম্পাসের এমন আয়োজনের জন্য চাকরি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলাম। বহু দিন হলেও  সবার সাথে দেখা হবে কথা হবে এটা ভেবে আনন্দ লাগছে, সাথে তো গান আছেই।

মোস্তাফিজের ছবি ফেসবুক পেজ থেকে মুছে দিল কেকেআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার চার আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
প্রাণ গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৫০, আবেদন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে দুই আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদন স্নাতকোত্তর-পিএইচডি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!