রাজশাহী কলেজে বছরজুড়ে আলোচিত ছিল যেসব ঘটনা

রাজশাহী কলেজ
রাজশাহী কলেজ  © টিডিসি ফটো

ক্যালেন্ডারে পাতা বদলের সঙ্গে মাস আসে মাস যায়, সঙ্গে বছরও আসে-যায়। আর এভাবেই আমাদের মাঝ থেকে বিদায় নেয় এক একটি বছর। অতীতের সব গ্লানি, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানাপোড়নের পুরোনো বছরকে বিদায় দিতেই নতুন বছরের আগমন। ঘটনাবহুল বিভিন্ন আলোচনা-সমালোচনায় পার হচ্ছে আরেকটি বছর। একইসঙ্গে দেশসেরা রাজশাহী কলেজের নানান অর্জন, অগ্রগতি আর প্রাপ্তির বিপরীতে শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতনের ঘটনা ছিল আলোচনা-সমালোচনায়। একই সাথে চার জন কৃতী শিক্ষার্থীকে চিরতরে হারিয়েছে ৩৫ একরের ক্যাম্পাস। এসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে রাজশাহী কলেজের ২০২৩ সালের এ সালতামামি।।

সাফল্য ও অর্জন 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ‘বাংলা বিশারদ-১৪২৯’ (৫ম আসর) আন্তঃকলেজ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব। প্রতিযোগিতায় রাজশাহী শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০টি দল অংশগ্রহণ করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশের ৬৮৬ সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে রাজশাহী কলেজের ১৬ জন শিক্ষক অধ্যাপক হন। ২১ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের বিতর্কে ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ। 

৬ মে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় প্রথম হন রাজশাহী কলেজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ অর্থী ঘোষ। ডেন্টাল ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। জিপিএসহ অর্থীর মোট প্রাপ্ত নম্বর ২৮৮ দশমিক ৭৫। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ২ জুন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। ২৭ সেপ্টেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের ৬৯০ জন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী কলেজে কর্মরত সহকারী অধ্যাপকদের মধ্যে ১১ জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। 

শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতন
২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ই ব্লক ও বি ব্লকে গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নির্যাতনের শিকার শিক্ষানবিশ গণমাধ্যমকর্মী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব ও ইতিহাস বিভাগের ছাত্র শরীফুল ইসলামসহ ১০ শিক্ষার্থী আহত হন। ৯ নভেম্বর নিয়মবহির্ভুতভাবে পরীক্ষা দিতে না দেয়ায় রাজশাহী কলেজে গণিত বিভাগের ভেতরে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছবি তুলতে গেলে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীমকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

যাদের হারিয়েছে 
২৪ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে নগরীর কাজিহাটা এলাকায় গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন রাজশাহী কলেজে ইন্টারমেডিয়েট প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী  আল সিয়াম (১৭)। ১৮ জুন আজ রবিবার বিকেল ৫টার দিকে নগরীর হেঁতেম খা এলাকার একটি ছাত্রাবাসে বজ্রপাতে রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী সাহাবুল ইসলাম আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৫ সেপ্টেম্বর রাজশাহীর দুর্গাপুর উপজেলার মোড় সংলগ্ন সড়কে ট্রাকচাপায় রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত হাসানের  (২২) মৃত্যু হয়। ১৭ সেপ্টেম্বর রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত হন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) । ১৬ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ০৩ অক্টোবর মারা যান। 

কর্মসূচি:
১৭ ও ১৮ মার্চ দুই দিনব্যাপী বিজ্ঞানের সৌন্দর্যকে উপস্থাপন ও বিজ্ঞানের বিশালতাকে উপলব্ধি করার লক্ষ্যে কলেজ প্রাঙ্গনে ষষ্ঠবারের মতো ‘সায়েন্স ফেস্ট ২০২৩’ আয়োজন করে রাজশাহী কলেজ সায়েন্স ক্লাব। ৩০ মে রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালার আয়োজন করে। গবেষণা কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২৭টি টিম উপস্থিত নির্দেশনায় ২৭টি গবেষণা প্রস্তাব প্রস্তুত করে উপস্থাপন করে। ২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ ও ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র আয়োজনে সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা। ১৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence