ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ঢাকা কলেজ শিক্ষার্থী আফজাল

নিহত শিক্ষার্থী আফজাল হোসেন ও ঢাকা কলেজের লোগো
নিহত শিক্ষার্থী আফজাল হোসেন ও ঢাকা কলেজের লোগো  © টিডিসি ফটো

দূর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন ঢাকা কলেজের স্নাতকোত্তরের ছাত্র আফজাল হোসেন (২২)। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এগারো সিন্ধুর ট্রেনে রাজধানীতে ফেরার কথা ছিল। সে অনুযায়ী ট্রেনেও উঠেছিলেন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন আফজাল হোসেন৷

সোমবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আখতারুজ্জামান ইলিয়াস হলের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান৷ নিহত আফজালের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়৷ তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আখতারুজ্জামাল ইলিয়াস হলে থাকতেন৷ 

নিহত আফজালের রুমমেট আসাদুজ্জান সজন বলেন, আমার বন্ধু ছিলো আফজাল৷ একই ডিপার্টেমেন্টের ছাত্র ছিলাম আমরা৷ লাশ শনাক্ত করা হয়েছে৷ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে৷

এর আগে আজ সোমবার বিকেলে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী এগারসিন্দুর সংঘর্ষ হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল আর যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকার দিকে। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় লোকজন।


সর্বশেষ সংবাদ