১৭ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অ্যাকাডেমিক ছুটি ২৫ জুন রবিবার হতে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত এবং অফিস ছুটি ২৫ জুন রবিবার হতে ৩ জুলাই সোমবার পর্যন্ত।

তিনি জানান, কিন্তু ২২-২৪ জুন বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় দুইদিন আগে শুরু হচ্ছে এবং ৬ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ থাকায় খুলবে ৯ জুলাই। সে হিসেবে ২২ জুন থেকে থেকে ৮ জুলাই পর্যন্ত মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।

আরও পড়ুন: টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে দুই তরুণী আহত

ছুটি শেষে আগামী ৯ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে হবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

আবাসিক হল কবে নাগাদ বন্ধ হবে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাঁকী বলেন, প্রতিবারেই হল অফিসিয়ালি বন্ধ থাকে। তবে এইবার হল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এ ব্যাপারে কাল বা পরশু একটি মিটিং হবে।


সর্বশেষ সংবাদ