জবির ইংরেজি বিভাগে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি, পরীক্ষা ১৬ জুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ০৫ মে ২০২৩, ১০:৩৭ AM
২০২৩ শিক্ষাবর্ষে এমএ ইন ইংলিশ (সাহিত্য এবং সাংস্কৃতিক অধ্যয়ন) এবং ইংরেজিতে এমএ (প্রযুক্ত ভাষাবিজ্ঞান এবং ইএলটি) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন চলবে ১৪ জুন পর্যন্ত।
প্রোগ্রামের বৈশিষ্ট্য:
১। সেমিস্টার সিস্টেম- ১৮ মাস (৬০ মাস পর্যন্ত নমনীয়)
২। ৪৮ ক্রেডিট (যোগ্য ছাত্রদের জন্য মওকুফ উপলব্ধ)
৩। ক্লাস শুক্রবার এবং শনিবার
যারা আবেদন করতে পারবেন: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে যেকোন বিষয়ে ১ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা সহ স্নাতক (পাস)। এছাড়া এইচএসসি ও এসএসসি পরীক্ষায় মোট পয়েন্ট ৬ হতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন ২০২৩, সকাল ৯.৩০টায়। একই দিন লিখিত পরীক্ষা শেষে সকাল ১১.৩০টায় ভাইভা নেয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল দেয়া হবে ১৬ জুন রাত ৮টায়। পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ও কোর্স রেজিস্ট্রেশন শুরু হবে ১৮ জুন ২০২৩ থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে ২৩ জুন।
আবেদন যেভাবে: আগ্রহীদের এই ওয়েবসাইটের (https://professional.jnuenglish.edu.bd/admission) মাধ্যমে আবেদন করতে হবে।