জবি শিক্ষার্থী অর্ণব দাস এখন আহমাদ কবির

জবি লোগো এবং আহমাদ কবির
জবি লোগো এবং আহমাদ কবির  © সংগৃহীত

হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) এক শিক্ষার্থী। গত ১০ মার্চ৷ তিনি তার ধর্ম পরিবর্তন করেন

ইসলাম ধর্ম গ্রহণ করা ওই ছাত্রের নাম অর্ণব দাস। তার নতুন নাম আহমাদ কবির। তিনি জবির ১৭ তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আহমাদ কবির ঢাকার স্থায়ী বাসিন্দা। ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি তার পরিবারের সাথে বাড্ডায় থাকতেন। তবে ইসলাম ধর্ম গ্রহণের পর পরিবার ত্যাগ করে বন্ধুদের সাথে থাকছেন।

আহমাদ কাবির গণমাধ্যমকে জানান, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস,এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা'র  প্রতি বিশ্বাস ও ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস রেখেই সার্বজনীন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 

তিনি আরও বলেন ;গত তিন থেকে চার বছর ধরে নিজের সাথে সংগ্রাম করে সব কিছু ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ!


সর্বশেষ সংবাদ