নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ১২ মার্চ ২০২৩, ১১:১৯ PM
আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাহাদ বিন সাঈদকে সভাপতি এবং জাগো নিউজের প্রতিনিধি আহসান হাবীবকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
শনিবার (১১ মার্চ) সংগঠনটির গঠনতন্ত্রের ধারা ১৫(ক) এর বিধান অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোকছেদুল মুমিন (দৈনিক জনকণ্ঠ) ও আতোয়ার রহমান (দৈনিক আজকের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি (দৈনিক আজকের দর্পণ) ও মোছা. জান্নাতী বেগম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান (বাংলা ট্রিবিউন), কোষাধ্যক্ষ আসলাম বেগ (দৈনিক শেয়ার বিজ), দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক নয়া শতাব্দী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৈয়ব শাহনুর (দৈনিক সময়ের কাগজ) দায়িত্ব পালন করবেন।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া চৌধুরী দিশা (ডেইলি এশিয়ান এইজ) ও এস.এম. মোজতাহীদ প্লাবন (দৈনিক প্রতিদিনের চিত্র) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) ও মুশফিকুর রহিম স্বপন (বিডি ক্যাম্পাস.টিভি)।
সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সমিতি। অতীতের মত ভবিষ্যতেও আমরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে যেতে চাই। সর্বোপরি, ক্যাম্পাস সাংবাদিকরা যেন পড়াশোনার পাশাপাশি সংবাদমাধ্যম সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিতে করতে পারে এটিই আমাদের উদ্দেশ্য।