বিজ্ঞপ্তি দিয়েও ফলাফল প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গত সোমবার প্রফেশনাল অনার্স কোর্সের ২০২০-২১ সেশনের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়ার দুইদিন অতিবাহিত হলেও বুধবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত ওয়েব সাইটে সঠিক রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও রেজাল্ট দেখা যাচ্ছে না।  

ফলাফল ঘোষণা করে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২০ সালের বিএড (অনার্স) ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হল।

আরও পড়ুন: বৃটেনে আপিলে হারলেন আইএস নেতার বাঙালি বধূ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাউল জানান, রেজাল্ট ঘোষণা করার দুইদিন হলেও ওয়েবসাইটে আমি আমার রেজাল্ট দেখতে পারছি না। আমাদের ব্যাচের কোনও শিক্ষার্থী এখনও রেজাল্ট দেখতে পারে নি। রেজাল্ট আসলেই কবে দিবে, কোন সময়ে পাব- এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আপডেট দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আরেক শিক্ষার্থী স্নেহা বলেন, আমি  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট (https://www.nu.ac.bd) গিয়ে প্রতিটি তথ্য সঠিকভাবে প্রদান করার পরও Error! Wrong Registration Number নির্দেশনা দেখাচ্ছে।    

এবিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জসিম মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘‘কারিগরি ত্রুটির কারনে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি ২০ ফেব্রুয়ারি। আজকের মধ্যে ফলাফল প্রকাশ হবে।’’ তবে রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ফলাফল প্রকাশ হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence