আইন বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি নিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সামার সেশনে এলএলএম প্রফেশনাল এবং ব্যাংকিং আইন এবং কর্পোরেট নীতি কোর্সে ভর্তি নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা ৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: এলএলএম প্রফেশনাল কোর্সের জন্য এলএলবি (সম্মান) / ডিগ্রি (পাস) থাকতে হবে। আর ব্যাংকিং আইন এবং কর্পোরেট নীতি বিষয়ের জন্য যে কোন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক/সমমান অথবা ডিগ্রি (পাস) থাকতে হবে।

মেয়াদ: স্নাতক/সমমান ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ১ (এক) বছর এবং অন্যান্যদের ক্ষেত্রে প্রোগ্রামের মেয়াদ ২ (দুই) বছর।

আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অফিস হতে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়াও ই-মেইল (IImprofessionaljkkniu@gmail.com) এর মাধ্যমেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: এসএসসি পাসে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা।

আবেদন ফি: ১,০২০/- টাকা (বিকাশ/নগদ একাউন্টে- (01760856251)

যোগাযোগ: মোবাইল- 01760856251, 01717749755, 01816373239, 01735235168, 01762781216, 01521108279, 01921991682, 01521474093

আবেদন শুরু: ০৫ ফেব্রুয়ারি ২০২৩

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৩

ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

ক্লাস শুরু: উভয় প্রোগ্রামের ক্লাস শুক্রবার ও শনিবার ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.jkkniu.edu.bd


সর্বশেষ সংবাদ