ডুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান  © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোঃ. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। 

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পরিচয়ে’ ৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীর ফোন ছিনতাই

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, তোমাদের পদচারণায় এ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ আজ মুখরিত। তোমাদের আগামীর দিনগুলো আনন্দময় হোক। তোমরা মেধাবী শিক্ষার্থী; তাই তোমরা যেন সঠিক সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে প্রকৌশলী হয়ে বের হয়ে যেতে পারো সেই বিষয়ে সচেষ্ট থাকবে। গ্রোবালাইজেশনের এই যুগে পুরো পৃথিবীর গ্রাজুয়েটদের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হয়ে উঠার আহ্বান জানান। এ সময় তিনি যাঁদের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, বিজয়ের এই মাসে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। 

তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, তোমরা যেন সোনার মানুষ হয়ে সেই স্বপ্ন পূরণে অগ্রবর্তী হও। এ সময় তিনি নবীনদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার উপরও গুরুত্বারোপ করেন। 

বিজয়ের এই মাসে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাসহ ১৪ ডিসেম্বরের সকল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি এবং ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সময়ানুবর্তী হয়ে শৃঙ্খলা মেনে গুরুত্বসহকারে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে কর্মের মাধ্যমে দেশের সেবা করার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা যেমন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখেছো, তেমনি আগামীতেও ভালো ফলাফল করবে করে আশা রাখি।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোঃ. নজরুল ইসলাম, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ. তাইবুর রহমান, ডুয়েটের সিআর ফোরামের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ. ফারুক হোসেন। 

এছাড়া নবীন শিক্ষার্থীর পক্ষে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন ও ডুয়েট লাইব্রেরির রিসোর্স নিয়ে একটি প্রেজেন্টেশন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ