পিএসসিতে নতুন আরও ৬ সদস্য নিয়োগ

০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) আরও ৬ জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। নতুন এই সদস্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, ড. মো. মিজানুর রহমান. সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

নতুন এই ৬ জন সদস্য নিয়োগের মাধ্যমে পিএসসির সদস্যসংখ্যা হলো ১৫। এর আগে নতুন চেয়ারম্যান ও ৯ সদস্য নিয়োগ পান।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন, আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

এদিকে গত ৩১ অক্টোবর আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেয় সরকার। সদস্যরা হলেন চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ।

‘এনএসইউ গ্র্যাজুয়েটরা বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতি…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে উপাচার্যের শোক
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে? যা জানালেন আসিফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার আগে যে বিষয়গুলো …
  • ০৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ‘সুপার ফাইভ’ অবাঞ্ছিত…
  • ০৭ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন ত…
  • ০৭ জানুয়ারি ২০২৬