বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে চাকরি দিতে চায় পিএসসি!

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

বিসিএসের নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যাডার পদের বাইরে বিসিএসের মোখিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সবাইকে এর মাধ্যমে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সোমবার (৯ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নন-ক্যাডার বিধির কারণে অনেকে নিয়োগ পান না। তবে উত্তীর্ণ সবাই যাতে অন্তত নন-ক্যাডার পায় সে চেষ্টা করা হচ্ছে। এতে দেশ কিছু মেধাবী কর্মকর্তা পাবে।

আরো পড়ুন: সেশনজটে ৪৭তম বিসিএস পাচ্ছেন না অনেক চাকরিপ্রার্থী, সময় বৃদ্ধির ইঙ্গিত

এসব বিষয়ে চিন্তাভাবনা করে নন-ক্যাডার বিধিমালা সংশোধনের চিন্তা করা হচ্ছে বলে জানান পিএসসির চেয়ারম্যান। তিনি আরো বলেন, ৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হতে পারে। তবে খুব বেশি দিন বাড়ানো হবে না।

৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি।


সর্বশেষ সংবাদ